শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

ভজন দত্ত


১.
ঘেমো জামায় কিছু সুগন্ধ মাখিয়েছিল যে, তার গোপন উপস্থিতি মোবাইল/ ফোনবুকে।কেঁপেছিল শুধু ঠোঁট। ভাইরাল হয়েছিল সুগন্ধ /আঁকাবাঁকা ইথারে।

২.
ঝাঁকানিতে লেখা পেয়বিধিটি। ঢেউয়ের ওপরে নোঙর। রামকাটারিতে কাটা ডাব। / মোহমাখা হয় স্বপ্ন দিয়ে। কলির ঘোরে মাথা। ঘন্টাধ্বণি না গিটার কিংবা / মোহনবাঁশি বাজে, বাজে অহর্নিশি।



৩.
দন্ডের বংশ।বায়োলজির লজ্জা। ফোর সাবজেক্টের শূন্য উদ্ভিদ। আদি ভাজক/ কলার গঠন।এক্সপিরিমেন্টে মটর কলাই মায়ার অনুবিস্তারণ।
টুকলি,টুকলি-র /গল্প হয় মগজে মগজে।

৪.

হাতের ছোঁয়ায় বরফের জল জ্যামিতিক গলনাঙ্কের অঙ্কে ফিদা। শোকেস /ভেঙে উড়ে যায়। গরম মাংসের চাট ও শালপাতার যুগলবন্দিশে অন্ধকার/ ছিঁড়ে খায় কীট।/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন