বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

গৌতম যুথিপুত্র



এখানে রাস্তা নেই ,
হলদে ট্যাক্সি ছিল না কখনো ।
ঢালু পথ বাদাবন ঘেঁষে নেমে গেছে নদীর কিনারে
মধ্যরাতে লম্বা ট্রিপের আশায় জিজ্ঞাসা করে মাঝি
ক’দ্দুর কত্তা ? উজান না ভাটায় !

মধ্যরাতে ভদ্দরলোকেরা রোজ কোথায় যে যায় .....


এখানে বাজার নেই , 

দেখা হয়েছিল সেই কবির সাথে জেলিয়াপাড়ায়
ফরাসী ফরাসী দাড়ি ; ইলিশের গন্ধ শুঁকে যে বলেছিল
মাছে কাঁটা হবে না তো বেশি ! 

অমায়িক হেসে সেয়ানা জেলে বলেছিল 

মাদী মাছ দিলাম বাবু , চেখে দেখুন !
ব্রাকেটে ঢ্যামনা কোথাকার .....

এখানে জোৎস্না নেই , 

অ্যানিমিক চাঁদে নীল খাজুরাহো সোপান
বনবাংলো জুড়ে ক্যাম্পফায়ার 

আর ঘরে ঘরে রাক্ষস-রাক্ষসীরা 

নখ দিয়ে খুঁটছিল পরস্পরের প্রতীক্ষার মোম সাদা দেহ 

খাবার টেবিলে বসে ।

রাজার আদেশে
মধ্যরাতে দাবানল বেয়ে নেমে আসে ঝলসানো শুয়োর.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন