ঘুম ভাঙানোর আলসি কথায়
রাত পরীদের স্নান
পাঁজর জানে ধূর্ত চোখে
ব্যথার কত দাম
রাত পরীদের স্নান
পাঁজর জানে ধূর্ত চোখে
ব্যথার কত দাম
বিষের আগুন ছড়িয়ে যাচ্ছে সারা
দেহে
অদৃশ্য আলাপিনে বিদ্ধ বন্ধ্যা
প্রেম ....
আমি তো আবেগ পুষে
ক্লান্ত শিরায় নিকোটিনিক ছন্দ
আঁকি
আর মিষ্টি সুরে খাতায় লিখি
সাবধান! সাবধান! সাবধান!!
একলা দুপুর নস্টালজিয়া
চুঁইয়ে পড়া কৌতুক
হিসাব যখন ওলটপালট
গড় মিল টাও যৌতুক
মন তো শুধু নিছক হেতু, আসলে
শরীরের নেশা বেজায় নিঠুর
তপ্ত স্রোত যদি ত্রিবেণী তে ওঠে
চূর্ণিত তখন প্রেমের অবয়ব
কথায় কথায় ত্বরান্বিত তরী
বিশ্বাসের বক্তব্যে
নোনতা প্রেম শুধু পরিহাস
সময়ের গন্তব্যে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন