শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

জাকিয়া জেসমিন যূথী





তোমরা যে সব ঘুরে বেড়াও ভারত নেপাল ভুটান
ইচ্ছে হলেই ঘুরে আসো দার্জিলিং বা কোলকাতা
ইচ্ছে হলেই রঙিন ডানা হাওয়ায় ছোটাও
এথায় ওথায় সেথায় কত স্বপ্ন জুড়াও
.
হরেক দেশে হরেক রঙের মানুষ দেখো
নানান দেশের নানান জাতের শুকপাখিটা
জানান দেয় হাজার রঙের সুখ ছবিটা
ভুলিয়ে দেয় মনের জরা দুখ গ্লানি টা


.
এমনি করে বয়স টা যে আটকে থাকে উনিশ বিশে
মনটা তরুণ উজ্জীবিত নবীন ঘেরের শক্ত কাজে
যা খুশি হোক এই জীবনে সবই সহজ পল্কা ভাবের
মনের খুশী টগবগিয়ে উঠলে বেগে সরব হালের
.
এদিকে এই একলা একা চার দেয়ালের বন্দী ঘরে
সারাদিনে শুধুই দেখা নিজের ছবি নিজের ছায়া
রুদ্ধ ঘরের রুদ্ধ বাতাস দম ফেঁটে যায় সুখের নাড়ি
বাইরে যাব নেই সে সাথি সুখ সাথে তাই জন্মের আড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন