শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

জুবায়ের আহম্মদ



তুমিই তো সেই রবীন্দ্রনাথ
যার ছোট নদী বারে বারে ডাকে
শৈশবে ফেলে আসা পথে।
.
তুমিই তো সেই রবি ঠাকুর,
বীরপুরুষ এর মায়া তে বেঁধে
যে জাগিয়ে দিয়েছে
আমার ভিতরের অন্য আমি কে।
.
তুমি তো ওই রবীন্দ্রনাথ
যার সোনার বাংলা আজো স্বপ্ন দেখায়
নতুন দিনের আলোকিত পথে।
.
তুমি সেই রবীন্দ্র
যে সাম্রাজ্যবাদী ব্রিটেনের দেয়া
'নাইট' ছুড়েছিলে ফেলে।
.
তুমিই তো সেই নেতা
স্বদেশী আন্দোলনে যে ছিলে
সাহিত্যের বজ্রকণ্ঠ হয়ে।
.
তুমি সেই রবীন্দ্রনাথ ঠাকুর
যে গীতাঞ্জলী নোবেল দিয়ে
বাংলাকে নিলে বিশ্বের দরবারে।
.
তুমি তো আমাদের রবীন্দ্রনাথ
যে আজো টিকে আছে যুগ কাল পেরিয়ে

শত কোটি বাঙালীর প্রাণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন