১.
| দিনসঙ্গীত |
বিষণ্ণতা ভুলে যে
ভালোবাসা সে ভালোবাসা তো ক্ষণিকের
আমি হাত ধরে থাকি, হাত
ছেড়ে গেলে
ভাবি.. ফের হাত ধরে
রাখার ভয় পাবো কিনা?
মনে পড়ে ঝড়-বাতাসের
দিন.. হাজার দিনের মধ্যে ভালোবাসায়
যে দিন আমরা বসে ছিলাম
স্টেশনে
ইদানিং ক্লান্তি এলে
ঘুম আসে না
খিদে পেলে ভাত সরিয়ে
দিই... তোমার কথা লিখি মনে হয়
কিভাবে বিপজ্জনক বাঁক
আলো মনে করে এঁকেছিলে সন্ধ্যাবেলায়
কিভাবে নিপুণ তুণ-
ভালোবাসায় গেঁথেছিলে ব্যর্থ দিন...
পনিটেল, তোমার মনে আছে
কি?
২.
| হারানো সঙ্গীত |
ফিরছিলাম সরু গলি আর
হুটোপাটি শেষে ব্যস্ততার জীবন
ছোটো এক জানলা শেষে
আলো,
আর যাবতীয় আলো শেষে
রাস্তা-ট্রাম... তোমার কথা মনে পড়ে ফের
মনে পড়ে পুরানো
নভেম্বর বাতাস,
আলতো কথোপকথন আর
স্কার্ফরাঙা ভালোলাগা...
আজো কিভাবে অবিকল..
আঙুলে জুড়ে জেগে আছে
মনে পড়ে হারানো চৌকাঠ
বিকেল
"তোমার শুধু
স্মৃতি নিয়েই সুখী থাকা উচিত", ইত্যাদি বলে দূরে সরে গেছিলে সেবার
এখন দিনশেষে দু-চার
লাইন অন্ত্যমিলে লিখতে গেলে
তোমার চোখের আলো...
শান্ত চোখের আলো ভেসে আসে ফের
ভেসে আসে আর তোমাকে মনে
করে একলা হই ক্রমশ।
৩.
| প্রাক্তন |
নিভৃতে জল ভেবে উঠি
কথা নয়, বাঁধ ভাঙ্গে..
উঠে আসে শাশ্বত সুর-তান-শ্বাস
নীজের সীমানে পেরিয়ে
সরে যায় ক্ষুদা
নরম কেবিনে চুম্বন,
অনুশোচনায় ফেরে ফের
ঘোলাটে হয় প্রেম, হাতে
হাত... প্রাক্তনী ঠোঁটে ব্যগ্র
প্রেম স্বাদ।
ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন