বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

রাহুল গাঙ্গুলী


১টি মৃতকাক ও তারপর
(রচনা : ৩০/১৭/২০১৭।শ্রদ্ধার্ঘ : বারীন ঘোষাল)
------------------------------------------------------------------
১) সকাল ৯-৪৩

খোলাছাদ।বাইপাস : যে কোনো ব্যবচ্ছেদ
ফিঙ্গারপ্রিন্ট।ভিতরে স্থায়ী ভিসেরা রিপোর্ট
১টি স্থায়ী যৌনতা।নখ্।নদীর জল
আরো কতকিছু

সবটুকুই।ছেড়া শ (স) ব।ভাঙন ইচ্ছেটুকর গতিবেগ
জলচ্ছত্র এঁকে ফেলা : বাতাসী উভচর 



২) সকাল ৯-৪৭

অলিখিত থাকুক ফুলদানী।কুচিকুচি।উড়ছে উড়ুক
আদিমতা।এই সকাল।পোস্ট-এডিটোরিয়াল
কাগজ ছেঁড়ে না।পোড়া মাংসের পেরেক
কথাতেই সুখের অভিশাপ

কফোঁটা উপচে পড়ে : জলীয় সাইরেন্
খননীয় : অবাধ পিন্ডযাতো জাতক্



৩) সকাল ৯-৫১

ছায়াপথ।ইশারায় থামিয়ে দেব
আদৌ কি সার্জারি।আদৌ কি গোপন মাশুল
ফর্মালিনে চুবানো আছে ছাইমাখা শরীর
চাইনির তীরগাঁথা : অবিকৃত খাতা

শব্দগত চাহিদা।স্রেফ এটুকুও বলে দিলে সাফ
অ্যাসিড মুছে ফেলে : হাড়-মাংস-মজ্জার বরফ


৪) সকাল ৯-৫৫

মুঠোকথা।হাইওয়ে ভেঙে হোক ঘাতক ইথারীয়পনা
ছুরি।ফালাফালা।ছুঁচ ও সুতোর লড়াই
বাঁচানো যায় না আয়নাগত সেলাই
ঘড়ঘড়ে লকআউটে : ম্যামথ কৃষ্ণপক্ষ 

কেউ বোঝে।কিছু ভান।কিছুটা পিতল
একেএকে মেটেমাটি খনিজ আকরিকের দাস


৫) সকাল ৯-৫৮

জলযান।মুহূর্তটুকু মাতুক চূড়ান্ত সম্ভোগে
সন্দেহের ঘাম এড়িয়ে : চোরাবালির ফ্রেম
লাল সময়।গাঢ় লাল।ঘনো
বৃত্তীয়পথে পোড়ে নাভিজ দাবানল।চলুক প্রলাপ

আহ্লাদী বিলাসিতা।পানীয় হোক এরকমই শুদ্ধ
আজলা ভরা গন্তব্য।পথিক লুব্ধক : অভেদ



৬) সকাল ১০-০২

হিমঘর।ওখানেই মরচে পড়া গুহামুখ
সংরক্ষিত অনুঘটক : পচে গেলে মুখোশের খোল
ফুসফুসে সংক্রমণ ঘটে।কিডনি হাসফাস করে
বিষাক্ত ফনাগুলোর ভৈরবী চোরাস্রোত

স্মৃতির লীনতাপ বাড়ায় চৌম্বকীয় ঘুম
ভীষ্মগত নিরূত্তাপ।গভীরতম ঝুল (সিলিঙে সিলিঙ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন