আপেলের চোখ শূন্যরাতে কানা
এ কোলাহলে ছায়া শহরের দন্তরাশি ও শিখার সদ্ভাব
মাঝেমধ্যে ফেন্স স্মরণীয় করে তোলে
ওরা জানে ঘুমানোর কথা
কিন্তু আমার অনুভূতিগুলো ব্যাধিতে নেমে গেলে
করুণ রাত বিছানা পাতে
এই একক পিঁপড়ের ভূমিকার কোন কলাম থাকে না
কোন সারিও
তাই নটেগাছের পাশাপাশি মুড়িয়ে যাচ্ছে
ল্যাংড়া নদীকথা
আমি জানি এই রাঙালু সঙ্গোপন
যার শরীর ছেড়ে শরীরস্রোতে ভেসে থাকা জলের গায়ে
পোকাজীবন,
চারকোনা আল ও অজস্র তরঙ্গ...
ভোগের পর ভাগের ঠ্যাকায়
ধীরে ধীরে ফিল্ম থেকে কোন এক
বিকর্ষণে
ঘোড়া ছুটছে
তারা দেয়ালের প্রয়োজনীয়তায় রূপান্তরিত হচ্ছে
স্থিরচিত্রে...
আপেলের চোখ শূন্যরাতে কানা
ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন