এক ফালি প্রেম
(১)
একটু দূরেই
ওই
হাত দুই
জানালার বাইরে
কুয়াশার অন্ধকার আমাকে
মিটমিট করে ডাকছে
আরো একটু দূরে বোধহয়
চাঁদের গোছানো সংসার
(২)
সেদিন থেকে আজকের ফারাক
তেমন কিছু নেই
সূর্যের তেজটা একটু বেড়েছে
বইকি
মাতৃগর্ভে থেকে কুরুক্ষেত্রের
মাঠ দেখতাম
খুরে খুরে ধুলোর অন্ধকারে
মায়ের চোখ বন্ধ করার পর
সব
ইতিহাস...
(৩)
ফুল ফুটতো
ঝরেও পড়তো
তবে
তারখসার মতো না
মাছরাঙা আর চাঁদের ছায়ার পার্থক্য
সেলফি তোলার মেলামেশা থেকে
নতুন জীবের সৃষ্টি
সোঁ সোঁ হুশহাশ করে গতি বাড়ছে
(৪)
টুংটাং থেকে একটা দিনের শুরু
শেষ
কলিজা ডান দিকে প্রতিস্থাপনের
চিন্তা ভাবনা থেকে
কোয়ালিটির কপালে তিলক
(৫)
ইচ্ছের মধ্যিখানে জীবনের দাম
ফিক্সড
করে ফেলেছি
OLX এর বিজ্ঞাপন থেকে
চোঁয়া ঢেকুর উঠলো
থাক,
কষ্ট চেপে রেখে একটা
পাহাড় তৈরি করে ফেলি
কী নাম দেওয়া যায়
কষ্ট গিরি!
(৬)
আজীবন সোনার ডিম
আর
হাতির দাঁতের মূল্য নিয়ে
জলপনা
ধূর
পৃথিবীকে লেবুর রস দিয়ে
পরিষ্কার করে ফেলি---
ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন