শুক্রবার, ১৫ মে, ২০২০

স্বপন রায়

সম্ভাবনার কবিতা 
....
বুকের জায়গায় সুখটুকু সরিয়ে
মিশর লিখল
মুছে দিল


নেভারোদ
ধ্বনি হারানো হলুদ


ব্রিজ পেরিয়ে
খ'সে পড়া রেশমের সঙ্গে
ক্রমাগত গুটিপোকার সঙ্গে আসার সময়
ফুটল যে পেট্রোল পাম্প
ছাই হয়ে গেল গায়ে আগুন দেওয়ার গল্প


মুছে দিল
মিশর লিখল পাড়ার মেঘ
সামান্য বৃষ্টিও হল


বুকের জায়গায়
এমনই এক মিয়োনতফাৎ
শব্দ হল পিন
মিশরে পা দেওয়ার আগেই
যারা সব


যারা যারা শব
...


নদীর চেয়েও তুমি
তোমার চেয়েও বৃষ্টি শুরুর ঘণনা


অপেক্ষা জলীয় কেন
কেন এতদূর এসেও তাকানো আর বলার ফাঁকায়
এক আধটা ময়লা কুয়াশা
এক আধটা ট্রাকের চলে যাওয়া


সেই দিন
সেই রাত
চেয়েও হলনা বা হয়েছিল
অল্প দেরীর
কাঁচা মেঘ
শরীর আবছা করা তুমি
তোমার চেয়েও বেশি একটা পড়ে যাওয়া তিস্তা
ত্রিস্তান
জারা
বইয়ের তাকে রাখা
ছোপ ছোপ
তোমার চেয়েও বেশি বৃষ্টির সম্ভাবনা


..
প্রথম ঠুংরি থেকে নেমে গেল
আখতারি বাঈ


বাসো কাকে
নীতি অর্থনীতি মিশ্র
টমেটো কেনার সময়
ঝুঁকে দেখার সময়
কী বলত ঝাউবন, কী বলত করাতকলের আওয়াজ


ঠুংরি
আখতারি বাঈ
এর ভেতরেই বেশ লম্বা একটা বারান্দা
নেমে এলেও
রেশ
মিশ্র সেই বাজার এলাকার সাইনবোর্ড
চোখ টেপা আলো
ঢেউ বাহবার


বাঈ তার স্পিনের চিবুক
আখতারি আলোকছলাৎ
প্রিজন ভ্যান থেকে নামার সময়
কে কে দেখেছিল পিং পং
কার্তুজের বদলে
ঠুংরির আচমকা মোচড়


গান
মেশিনগান একাকার


বাড়িতে ফেরেনি জ্যোৎস্নারা
...

৪টি মন্তব্য: