সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

সম্পাদকীয়



সম্পাদকীয় 

মরমী বুকে আহ্বান করি পৌষের ভরা শীত 
এসো প্রিয়তম
সঙ্গমকালে জড়িয়ে ধরি পশমের নিঃশ্বাস 
ঈশ্বরীয় রসে ভরে যাক শরীর 
আর কোন যুক্তাক্ষর নয়
সম্পূর্ণ চিত্র তৈরী হোক আমাদের 


শীতকাল  মানেই হাজারো শব্দ ঘোরা ফেরা করে পৌষের ব্যালকনিতে ।খুঁজে নি  অসমাপ্ত কুয়াশা ,যা ঢেকে দেয় স্বপ্নের আঁচল ৷ বহুদিন পর শীত উপভোগ করলাম নরম চাদরে ৷ বয়স বাড়ছে মনের ৷ সাথে কলমের ৷ কলম আর আগের মত শক্তিশালী নয় ৷ ঋণ বেড়ে চলছে সংলাপের ৷ আমাদের মধ্যে যা রয়ে গেছে তা কি আদৌ পরিশোধযোগ্য ? কত সম্পর্ক দূরে চলে যায় কত কাছের হয় ৷ মূল্যায়ন হয় না কোন কিছুর ৷কতটুকুই বা আমরা পারি ৷ ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাবে ৷  চিহ্ন খুঁজে নেবে পরিসর যা কখনো হবে  না গতিশীল । আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখা  পাওয়া যায় না বা আমরা চাইও না ৷

ডিসেম্বর আসলেই  খেজুর গুড় ,মোয়া ইত্যাদি ইত্যাদি কথা মনে পড়ে ৷সাথে মেলা ৷ লিটিল ম্যাগাজিন মেলা ,বইমেলা । এই ডিসেম্বরে সৃজন দুই  বছর অতিক্রম করল ৷ প্রথম দিন থেকে যাদের আমরা পাশে পেয়েছি তাদের কাছে কৃতজ্ঞতা অসংখ্য ৷ আমারা প্রকাশ করেছি সৃজনকে  মুদ্রিত আকারে ৷যার নাম " আমার সৃজন 
"সম্প্রতি প্রকাশ হতে চলেছে বই সংখ্যা ৷ ১৩ জানুয়ারি প্রকাশ পাবে বই সংখ্যা লিটিল ম্যাগ মেলায় ৷ আপনাদের ভালোবাসার হাত ধরে আমরা আরো অনেক পথ এগোতে চাই ৷সবাই সৃজনে থাকুন , ভালোবাসায় থাকুন ৷


সম্পাদিকা 
পারমিতা চক্রবর্ত্তী
ঠিকানা - ২৩ ,বিপিন গাঙ্গুলী রোড ,কলি - ৭০০০৫o 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন