সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

অর্ঘ্য দত্ত



আজও    //   অর্ঘ্য দত্ত


রাত ঘন হলে, আমাদের মাঝে দোলে 
মৃদু নীরবতার পেন্ডুলাম 

মোবাইল টাওয়ার ঘেঁষে চাঁদ
হামাগুড়ি দিয়ে কোলে নেমে এলে
তোমার বুক, জানি, ভিজে ওঠে
উপছানো জ্যোৎস্নায়
দুজন দুদিক ধরে নীরবে দোলাতে থাকি
মাঝপথে ফিরে যাওয়া তেরোটা সপ্তাহ__
কবেকার বিষণ্ণ ঝিনুক এক। 

একটা বেছে রাখা পছন্দের নামে
আর পড়ে থাকা কাজললতায়
লেপটে থাকে আমাদের যৌথ দহনের আখ্যান

ছবি : গুগুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন