রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

মনোজ আচার্য



।। অধরা।।

তোর স্পর্শের অনুভূতি
আমার প্রতিটি কোষে কোষে যখন
তোকে বৃষ্টি বলে ডেকেছিলাম।
একমুঠোয় যতবার ধরতে গেছি তোকে
তুই পালিয়েছিলি আঙ্গুলের ফাঁকে।

তোর স্পর্শের অনুভূতি
আমার প্রতিটি অস্থি মজ্জায় যখন
তোকে হিমানী বলে ডেকেছিলাম।
যতবার আগলেছি বুক দিয়ে
তুই বয়ে গেলি নদী হয়ে।

তোর স্পর্শের অনুভূতি
আমার বিস্তৃত বুকের উপর যখন
তোকে নদী বলে ডেকেছিলাম।
তুই ভেসে গেলি দূর সাগরের টানে
আজও আছিস তুই আমার গভীর মনে।

জানিস আমার শরীরেও স্রোত বয়
আমার সমস্ত শরীরময়
রক্তের উষ্ণ স্রোত!
আমার সমস্ত অস্তিত্ব ভাসিয়ে দিলাম আজ
শুধু অবিরাম ঢেউয়ের আশায়!
বয়ে আসা তোকে যদি পাই
তোর জন্য একবার সাগর হতে চাই

ছবি : গুগুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন