সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

অরুণাভ চট্টোপাধ্যায়



শূন্যতা

অরুণাভ চট্টোপাধ্যায়

গির্জায় গির্জায় কনফেশন রুমে
জড়ো হয় একরাশ নিস্তব্ধতা
মলিন পর্দায় অবিন্যস্ত মানুষের মুখ;
উৎফুল্ল চিত্তের মেকী ঈশ্বর বন্দনা
অনির্দিষ্ট আলোয় নিভে যাওয়া চোখ,
অবশ শরীরে ভেঙে পরা চৌরাসিয়ার বাঁশি,
এলিয়ে পড়া গন্তব্যের ছায়া যেন
বেথোফেন মনে করিয়ে যায়
আজ বিষণ্ণতার প্রহর গুনতে গুনতে 
সংখ্যাতত্ত্ব ফাঁকি দিয়ে যায় অহরহ!
শুধু
সোডিয়াম পোষ্টে হেলে থাকা ফ্যাকাশে চামড়া
বিকোয় কারোও মাসকাবারি প্রসাধনীর দামে
কার্বন ডাই অক্সাইডের ব্যস্ততা
মনে করিয়ে দিয়ে যায় দৈনন্দিন শহুরে সাম্রাজ্যবাদ
জীবন - চেতনা ...
চেতনা - মুক্তি ...
মুক্তি - শূন্যতা

ছবি : গুগুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন