রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

পীযূষকান্তি বিশ্বাস



অন্নদা
পীযূষকান্তি বিশ্বাস
 
চুল চেরা হিসাবে
মাতা জুড়ে বাঁচানো যায় না মাকে
দুধটুকু যা বাঁচিয়ে দেয়
ফাটলে আটকে পড়ে সেই রাখাল;

হে বাঘ
তুমি বরং এসে খেয়ে যাও ধান
লুটতরাজ করো বর্গীর মত
অস্তিত্বের সংগ্রামে রাঙাও উপাসনার দেওয়াল
নইলে এই বাঞ্জর জমিতে রক্তের উৎপাদন ?

মা ভয়হীন, শূন্যতাহীন
সন্তানেরা ভাত থেকে ঘাস আলাদা করতে শিখেছে
ঘাস থেকে ফুল

অন্নদাকে বীজের পাশে রেখে
মাঠ কে মাঠ পড়ে আছে আবাদ
মাঠ থেকে আর মা আলাদা হয় না 

ছবি : গুগুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন