মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

শুভাশিস সিংহ



মীরা সিরিজ 

শুভাশিস সিংহ


)
......
তবু জানা হল না পরিচয়ের পুনরাবৃত্তিতে তুমির সংশোধন কী হবে.ঘুমের দৌলতে রাতের কিস্তি........ বকেয়া বলতে কিছু দিন.যতটা রোদ জুড়ে সুখ, কথার চাল ভেঙেছে, তাতে পৌষের গন্ধে বুক ভরে আছে.

এখন রাতের পারদ বাড়ছে. সময় শব্দের নিরাময় দরকার. তবে আলগোছে যা শুনি, বুঝি দৃশ্যের ভিতর গল্পের বাঁসা. সেখানে ঝড় আগন্তুক মাত্র.

কথা ছিল এই শেষ বার, ভুল প্রশ্নের বুকে মাথা রাখবে আর ঊনিশের ঠোঁটে তুঘলকি শাসন কায়েম থাকবে.........

)

#
শেষ অবধি হাওয়ায় প্রাচুর্যে পরগামী হলি 
ইস্তাহারের নজরে সংবাদ চিরকালীন

সবাই তোরা বললি শেষ বসন্তের কুহেলী
কিন্তু তা বলে এতটা ভুল?
দুটো আবছা লাল চোখও তো ছিল

লাল মানে প্রেম-কমরেড-বিপ্লব নয়
ওঁরা হামেশাই মরে

না মীরা আমি পারব না
যে নাভি তে ফুঁ দিয়ে নরকের চুল্লি জ্বালিয়েছি
তাকে স্বর্গের পথ দেখাই কী করে

তারচেয়ে বরং জ্বলুক
আঙ্গারা হলে
প্রেম-কমরেড-বিপ্লব বাঁচবে



বিশ্বাসঘাতক জিভ বহুবার
তোকে বলেছে কথা-
"
আমি তোকে ভালোবাসি"

সংক্রমিত তোর শরীর
অসংখ্য নখের আঁচড়ে

কেবল দীর্ঘশ্বাস ভুলে
উরু থেকে স্তন উপভোপ
করে অপেক্ষার অভিশাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন