মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

সম্পাদিকার আঙিনায়



সম্পাদিকার আঙিনায়
....................................
 

প্রতিটি সত্তাই চায় সতন্ত্র হতে সেই সতন্ত্রতাকে ভিত্তি করে "সৃজন " ব্লগজিনের জন্ম কোথাও শূন্যতা থেকে পূর্ণতা বা নিজস্বতাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল মৃত উপত্যকা, তার থেকে জন্ম "সৃজন" ব্লগজিনের "সৃজন " কে রোদ্দুরের আঙিনায় আনতে বহু প্রতিবন্ধকতা যেমন সামনে এসেছে, তেমনই চলার পথে পেয়েছে বেশ কিছু ভাল মানুষের সান্নিধ্য সৃজন যার হাত ধরে চোখ মেলল ফেসবুক দুনিয়াতে, সেই পরম বন্ধুকে সম্পাদিকা কিছুই দিতে পারেনি তবে সম্পাদিকার পরে যদি কারোর অস্তিত্ব "সৃজন " অনুভব করে সেটি হল সকাল রায় তার অক্লান্ত পরিশ্রমে "সৃজন " আজ এখানে প্রথমদিন আমার স্বপ্নের কথা শুনে বন্ধুত্ব, অভিবাবকের মত হাত বাড়িয়ে দিয়েছে এই মানুষটি "সৃজন " পেয়েছে বাসব, শুভাশীষের বন্ধুত্ব , ভালোবাসা, আবার সুব্রতর মত মানুষের ভরসা শুভময় ভাই হয়ে দিদিকে সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছে


সৃজন সত্যিই গর্বিত অনিন্দ্যদা, যুগান্তর 'দা , , চন্দ্রাণীদি , মানসদা , গৌতমদা, জয়তী দি ,পিয়ালি , জয়িতা , এই মানুষদের পাশে পেয়ে বন্ধু হিসাবে অনেককেই পাশে পেয়েছি , যাদের নাম উল্লেখ করিনি এতো গেলো আলোর দিক অন্ধকার দিকটা না বললে "সৃজন"-কে চেনা সত্যিই সম্ভব হবে না লেখা সংগ্রহ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই একজন লেখিকার কাছে লেখা চাইতে গেলে মুখের উপর তিনি বলেন - " ব্লগটি আগে খ্যাতি পাক, লেখা দেবার কথা পরে ভাবব .." আবার অপর ব্যক্তি বললেন, "ব্লগে লেখা দিলেও টাইমলাইনে শেয়ার করবেন না ... কারণ ব্লগটি তথাকথিত ব্লগের মত জনপ্রিয়তা অর্জন করেনি যে দিন অর্জন করবে তারপর তিনি ভাববেন " 

আজ বলতে দ্বিধা নেই যারা "সৃজন"-এর পাশে আছেন বা থাকবেন ভবিষ্যতে, তাঁদের ভালোবাসা , আন্তরিকতার স্পর্শে " সৃজন " খ্যাতির শীর্ষে উঠবেই ; আমি আশা রাখি সেদিন সৃজনের দরজা এদের জন্য খোলা থাকলেও "সৃজন" পাঠক তাদের জায়গা দেবে কিনা সময় বলবে আপাতত এখানেই মুখোমুখি বিভাগের এই সংখ্যা শেষ করলাম পরবর্তী সংখ্যায় চোখ রাখুন মুখোমুখি বিভাগটায় আমি থাকব আপনাদের সাথে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে সৃজনে থাকুন সবাই

সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদিকা , সৃজন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন