শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

সায়ন্ন্যা দাশদত্ত

বনবাসের দিনলিপি  ll 
 ll 

নিজস্ব কথাগুলির বেশি একটিও শব্দ আমি জানিনা l কবিতা বললেই মনে পড়ে বালক প্রেমিকটির বাঁশী l অনায়াসে ধুলোবালির রোদ l আড়াই হাতের ছোটগলিটির অধিক কোন কবিতাই আমার একান্ত নয় l রং বললে মনে পড়ে মনোক্রোম পলাশ মেয়েটির চিবুক l গাঢ় হলুদ শাড়ি আর রবীন্দ্রনাথের মধ্যে যেটুকু হাত ছোঁয়া l শিশিরমতোন হাসি...ভাবতে পারলে সূক্ষ্ম নদীটি এবং চাঁদ উঠেছে খুব l পাশাপাশি সাইকেল গড়িয়ে যায় l বাড়ির ভেতর দোপাটি চারার ফুল l বীজ ছিল সাদার ;অথচ ফুলগুলি নরম লাল l বসন্ত নামলে এলোমেলো কোকিলটি প্রায় উন্মাদ l দিন বোঝেনা l রাত্রি বোঝেনা l ভোরের আলোর মধ্যে বসেও নিষিদ্ধ চুমু আর বিবর্ণ তুলোট শব্দগুলি ডাকে l আমি লুকিয়ে থাকি l কখনো শব্দগুলির পায়ে কখনো হেঁটে আসা মৃদুবসন্তের চিলেকোঠায় l আমার যাবতীয় লেখাপত্র এবং ফাগুয়া মিথ্যে হয়ে যায় l 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন