রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

অর্ঘ্য দত্ত



মিউজের বাকোয়াস- ২০ //


মখমলে মুড়ে রাখি চুম্বনের ঠোঁট
লজ্জাবতী লাব-ডুব নমিত রেখেছি
করতল খুলে রাখি যাক ঝরে যাক
মগ্ন এই কুয়াশার মিরুজিন চোখ



অথচ কী স্বাদু ছিল প্রথম কম্পন
উচাটন, প্রেমভাব, কুসুম কুসুম
মনে আছে, ফুটেছিল জুড়ুয়া জারুল
একসাথে? সব ঢেউ থেমেছে এখন

থেমেছে কি! সব দাগ মুছেছে জনাব?
কোথাও কি লেগে নেই পাপড়ির ঘ্রাণ?
সারারাত কত কথা, সব ভুলে যাব!
ভুলে যাব ডান ঘেঁষা ও কন্ঠার তিল?


একদিন দেখা হলে দু চোখ বুজেই
চিনে নেব মোহনীয়া যাদুকরী তোকে

************************************************

মিউজের বাকোয়াস- ২১ //

তোকে ছোঁবো বলে হাঁটুতে ভেঙেছি প্রিয় বাঁশি,
গুনে গুনে রাখি উনিশ পাপড়ি ওই পায়ে!
করতল মেলে ডেকেছি তোকেই, প্লিজ চলে
আয় ন্যাকা ওই নন্দকিশোরটিকে ভুলে...

চেনা এই খেলা, তুইও যেমন ছাড়বি না সে'
কচি শ্যামরায়, আম্মো বেহদ বদের ধাড়ি
দূর থেকে তোকে সোহাগে রেখেছি কী দায়হীন!
এক সাথে শুধু জোছনা চেটেছি চাঁদ খুঁটে


আলো কমে এলে, চকোর চকোরী দুটি যেন
উড়ে উড়ে রোজ ডানা মেলে মাখি সে শবনম

**********************************************************

মিউজের বাকোয়াস- ২২
ফিরে পাওয়া শহর ঘেঁটে খুঁটে তুলছি রঙ
শার্সি ভাঙা কাচের কান্না, রাত জাগা অক্ষর
ছুঁয়ে ফেলছি দুখ জাগানি আমলকি চোখ জোড়া
উফ্, পারি না! সেল্ফি এবং ছুঁই-মুঁই উচাটন

এ শহরেই কাদের যেন দেখা হয়েছিল
পাগলা শহর পোষ মেনেছে বাধ্য ছেলে আজ
পথের মোড়ে মানুষের ভিড়, গাড়ি, আলো সবই
আছে, কেবল দেখা হওয়া মিটে গেছে কবেই

সে দর্শনে, হ্যা, ছিল খুব ড্রামাবাজি নাকি
ভিজে পল্লব যেমন চির তৃষ্ণা শিশিরের
সারারাত্রি জেগেইছিল মধুকূপীর কাম
ঘুচেও গেল হঠাৎ খেলা বেলা না যেতেই


নেই দেখো আজ উঁচু বল্লম, মিছিল তলোয়ার
কী শান্ত এ শহর! শুধু বুকের ভিতর সন্ত্রাস...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন