শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

শ্যামলী সেনগুপ্ত

অন্তর্লীন

আয়নার পারা থেকে
নেমে আসছে বিন্দু বিন্দু ঘাম
মেখেনিচ্ছে গাল ও চিবুক

কর্পূর গন্ধমাখা অপরাহ্ন
ছুঁয়েথাকে আলাপের তার
কফি-রঙ ছায়া 
ঘন হয় আরও

আয়নার পারা থেকে
নেমেআসে ছায়ার দোসর
নেমেআসে বিন্দু বিন্দু
ঘাম ও উত্তাপ
অপরাহ্ন আরও গাঢ় হয়

কফিরঙে অন্তর্লীন
অপরাহ্নের আখুটে সময়
         ~~~~~~~

২৪ অক্ষ যাপন

সিলিং সেলফি রাখে চায়ের কাপে
সকালও নিজস্বী তোলে তার মতো করে
আমি দেখি
ঘুরেঘুরে হা-ক্লান্ত
পাখাটির ডানা--
বিদ্যুৎ-এর তারে আত্ম-আহুতি
হোয়াটস-অ্যাপে
সকালের শুভ-ইচ্ছেরা

২৪ অক্ষ যেমন,
থুয়েযায় রোজকার
বাসনের এঁটো
     ~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন