এবং ব্রাত্য
-
আজকালবড়অসহিষ্ণুহয়েপড়েছি - নাগ্রীষ্ম, নাশীত, নাবর্ষাকিছুইপছন্দহয় না;
কিছু বিচ্ছিন্নসময়ে ভেবে দেখেছি - বিষয়টিঠিকঋতুভিত্তিকনয়।
এক অনিশ্চিত আগামীর অভিক্ষিপ্ত উপলব্ধিতে উন্মত্ত আমার অসহায় বর্তমানকে,
নির্লিপ্তথাকারঅভিনয়ক্রমাগতপরশ্রীকাতরকরেতুলেছেআমায়।
লোমকূপেপ্রতিযোগিতারবীজপুঁতেফেলেছিঅজান্তে,
রোদরক্তেভেজানোনতামাটিতেআগাছারমতছড়িয়েগেছেহিংসা;
কেউদুখীতাইআমিমহাদুখী, কেউবড়তাইআমিআরোবড়হব -
আমারঅজস্রসত্তাএমনিঅসংখ্যসমান্তরালপ্রতিযোগিতায়সামিল,
ক্ষণস্হায়ীজয়পরাজয়েরআয়তেদূষিতআমারসমগ্রঅস্তিত্ব।
মিছেহাসিচোখেবসতপায়না.. আজোমিথ্যেবলতেচায়নাআয়না,
তবেসত্যিটাওবলেনা...
বলেনা 'মৃতকবিত্ব তোমার;যাও - বিসর্জনদাওমিছেঅহং, সমর্পণকরোনিজেকে
কিছু বিচ্ছিন্নসময়ে ভেবে দেখেছি - বিষয়টিঠিকঋতুভিত্তিকনয়।
এক অনিশ্চিত আগামীর অভিক্ষিপ্ত উপলব্ধিতে উন্মত্ত আমার অসহায় বর্তমানকে,
নির্লিপ্তথাকারঅভিনয়ক্রমাগতপরশ্রীকাতরকরেতুলেছেআমায়।
লোমকূপেপ্রতিযোগিতারবীজপুঁতেফেলেছিঅজান্তে,
রোদরক্তেভেজানোনতামাটিতেআগাছারমতছড়িয়েগেছেহিংসা;
কেউদুখীতাইআমিমহাদুখী, কেউবড়তাইআমিআরোবড়হব -
আমারঅজস্রসত্তাএমনিঅসংখ্যসমান্তরালপ্রতিযোগিতায়সামিল,
ক্ষণস্হায়ীজয়পরাজয়েরআয়তেদূষিতআমারসমগ্রঅস্তিত্ব।
মিছেহাসিচোখেবসতপায়না.. আজোমিথ্যেবলতেচায়নাআয়না,
তবেসত্যিটাওবলেনা...
বলেনা 'মৃতকবিত্ব তোমার;যাও - বিসর্জনদাওমিছেঅহং, সমর্পণকরোনিজেকে
সৃষ্টিরকাছে...খুঁজেদেখোপুরনোবালিশেরগায়ে লেগে থাকাশতবিনিদ্ররাত,
একদিনতুমিওকবিতালিখতে।'
একদিনতুমিওকবিতালিখতে।'
গলার কাছে জমাট বেঁধে আসে
আশঙ্কা - একদিন ব্রাত্য হয়ে যাওয়ার আশঙ্কা;
আবার কলম ঘষি প্রতিযোগিতা
জেতার তাগিদে.. সম্মানের লোভে -
শুধুমাঝেমাঝেমনেহয়আজকালকেনযেনবড়অসহিষ্ণুহয়েপড়েছি..
শুধুমাঝেমাঝেমনেহয়আজকালকেনযেনবড়অসহিষ্ণুহয়েপড়েছি..
নববর্ষ
-দীপাঞ্জন
মাইতি
সবসূচনাএকনয়,
একনয়সবশূন্য,
ভেঙেগড়েনদীচরে
ধুয়েযায়পাপপূণ্য।
তবুশুরুহয়..
শুরুহয়, ঠিকশুরুরথেকে,
স্বপ্নতোয়াসিক্তআঁখি,
রিক্তহৃদয়সঙ্গেরেখে।
মন্দভালোযোজনখানেক,
পথেরধারেসরাইখানা,
বন্ধুতুমিসঙ্গেছিলে –
সঙ্গছাড়াতোমারমানা;
বছরঘোরেবসন্তযায়,
আমরাকেবলবৃদ্ধহই,
এবারএসোবন্ধুবরং
–
আমরাকেবলঋদ্ধহই।
হ্যামলিন
-দীপাঞ্জন
মাইতি
দু'হাতদূরেরাস্তাশেষ..
পাএপাএতবুএগিয়েযাচ্ছে,
ঐপাশেকিছুআছেকি!
নেইবোধহয়, তাইওরাসবাইহারিয়েযায় -
ওরাসবাইহারাচ্ছে।
কেডেকেনিয়েযায়ওদের?
স্বপ্ন? মরিচীকানাগন্তব্য!
আলোআঁধারীভাঙাচোরাধাপবেয়ে -
ওরাপ্রশ্নউত্তরটপকে, এড়িয়েযায় -
যাবতীয়নিষ্প্রয়োজনমন্তব্য।
ওরাকারা! কিকরেওরাপারে?জানিনা;
শুধুজানিওদেরশিরদাঁড়াখাড়া,
একরোখাবাঁশি,
ওদেরমিশকালোশরীর,
চোখেমিঠেহাসি।
ওরাকরা! কোথায়যায়ওরা?জানিনা;
কেবলদেখেছিওরাশিষদিতেদিতেযায়যখন-
আলোকেওদেরপিছুনিতে,
দেখেছিকুয়াশাসরেগিয়েপথপাএপাএদীর্ঘহতে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন