শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

সুচেতা বিশ্বাস


টুকরো কথা 
হাতের ওপর হাত টি রেখে
বলিস নি ডেকে বেদনাকে
“যা উড়ে যা তুই”
শিমুল তুলো হাওয়ায় মেখে।
আঙুল ছুঁয়ে বলেছিলি
হারাবি না কোনদিন
নদীর বাঁকে দেখা হলে
থাকবি শর্তহীন।
ছুঁয়ে গেছে প্রান্তিক মেঘ
আজন্মের ঘ্রানে
তাই বৃষ্টি এলে ডাকবি জানি
তোর দেওয়া ডাকনামে।


 হলুদ পাখি.

নিজের অজান্তে খুলে আসে হলুদ পালক
জানেনা খেয়ালী পাখি
পালকটি ওড়ে...।
থেমে থেমে রং পাল্টে যায়
গায়ে বেশ হিম লাগে এতদিন পরে
ছুঁতে চায় মেঘ --ভিজবিতো আয়?
জানে না হলুদ পাখি
এতদিন খাঁচায় এসেছে রাত
পেয়েছে অঢেল দানাপানি
তারপর হল জানাজানি
দুচার কথায় কি বা এলো গেল
আঁজলা ভরুক উঠে আপন মনের যত নুনে।



রক্তচাপ

কার্নিশ থেকে টুপটাপ হিম
শব্দে শব্দে জলীয়বাষ্প
চুপ কথারা বিরক্ত হয়
মাসাল্লা ওরা একদিন হাসতো

পরিনত রোদ্দুর চু কিত কিত
পাড়াপড়সী দীর্ঘ ঘুমে
মেঘমল্লার ঘা ধূতো অভিমানী
আজ হারিয়ে সুরবাহার আস্তরণে

পরিনীতা ফাগুন আগুনের
রন্ধ্রে রন্ধ্রে বিলাপ বিস্তার
রক্তচাপের মাত্রাহীন সুরে


সেই তাললয় হারিয়েই নিস্তার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন