শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

শুভশ্রী সাহা , সিলভিয়া ঘোষ


 বার্ডস হাব
------------------


সম্পর্ক টা দুলছে ফুলছাপ পর্দার গায়ে
সেই আকাঙ্ক্ষিত পর্দা ,যা একসময় আমাদের  অবিন্যস্ত জীবনের আড়াল করতো বারেবারে
:
ভেতরে   সোনালী ফ্রেমে সুখী মুখের শিশু
যার দুচোখ ঠিক তোমার মতোন,  ভাসা ভাসা
:
একরত্তি বারান্দার চারদিকে বাগান করেছো তুমি
টবে সাজিয়েছো   চন্দ্রমল্লিকা বেগুনী  রাঙা বোগান ভেলিয়া , লাল গোলাপ 
:
আরো একটু দূরে ,টবেই রেখেছো আমার প্রিয় বন তুলসী, 
শুধু আমি নেই কোথায় এতোটুকু---
:
এমন কি কথা ছিল অংশুমান
বেলাভূমি পেরোনোর সময় ধরেছিলে তো হাত
বলেছিলে, হারিয়ে যেতে দেবে না আর ...
:
খোলা নীলাকাশের নীচে তারা খসা দেখেছি দুজনে কতবার,
 গোপন ইচ্ছাদের জানতে চেয়েছি বারবার, মনেপড়ে তোমার? 
:
উপত্যকার গভীরে যেতে যেতেও তৃষ্ণার্ত তুমি
শুনিয়েছো সলিটারি রিপারের গান--
:
জ্যোৎস্না রাতে রূপালী ক্যানোপীতে গাইতাম আমি,  তোমার অনুরোধের গান 
'আরও  দূরে চলো যাই'
:
ঘরের মধ্যে ঘর সেই ছিল তোমার পর
চৈত্রের আগুনে একমুঠো শ্রাবণ নামিয়েছে কতবার
:
শ্রাবণ নামিয়েছে  প্লাবন বুকের ভিতর  বহুবার 
শুধু,  সম্পর্কটা আজও এলোমেলো... দুজনের অলীক অঙ্গীকার
:
পলাশ করোঞ্জ পেরিয়ে নিমতলা বার্ডস হাব
ছুঁয়ে থাকা ধূপছায়াতে স্বপ্ন দেখেছি সুখী গৃহকোণের অসংখ্য বার... 
:
শুধু বলতে শক্ত করে---- তৃনা আমায় ধর
হারতে চাই  তোমার কাছে আরো একবার...



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন