ডুব
মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও গিয়ে ডুব দিই।
হয়ত কোন ঠাণ্ডা প্রেক্ষাগৃহে,
হয়ত কোন উষ্ণ আমন্ত্রণে,
হয়ত কোন নরম ভাঁজে,
হয়ত কোন স্তব্ধ মনে।
চুপটি করে মশার মত থাকবো বসে,
করব না কিছু পান,
নিঃশ্বাস নেবো ঘন ঘন
বাজবে ঐকতান।
বেহুঁশ হয়ে রইব পড়ে,
ভুলে সকল মান।
তোমাতে ডুবে মরলে গহীন হবে শ্বাস,
ব্রহ্মাণ্ড হবে সৃষ্টি,
প্রলয় হবে সবুজ,
নিঃশব্দ হবে বিস্ফোরণ,
জ্বলে উঠবে সহমরণ।
এই, আলোটা নেভাও না..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন