সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

শ্রীলেখা মুখার্জ্জী


১)
পদক্ষেপ /
———————————-
সমুদ্রের মায়াবী হাতছানি তে
থমকে ছিলো অতল…
পায়ে পায়ে ছুঁয়েছি প্রত্যাশার ফেনা ;

সাঁতার জানি না আমি
তবুও গোড়ালি ছাড়িয়ে সমর্পন
অতলান্ত নীলে

ডুবে যেতে পারি
একথা বলেছিলো,
পায়ের নীচের সরে যাওয়া ভিজে বালুকণা…

সর্বনাশা মোহ
গ্রাস করার শেষ মুহূর্তে
একুশের নোঙর ফেলা প্রেমের তটে
আবার ফেরালি তুই ;

এখন প্রত্যাশার রাজপথে হারিয়ে যাবার আগেই
আমি বাস্তবের গলিতে বাঁক নিই—
,
২)
স্মৃতির ক্যানভাস/ শ্রীলেখা মুখার্জ্জী
------------------------------------
বৈশাখী এক দুপুর জুড়ে চিলছাদে বুনোশিস
জলপাই রঙ দেয়াল জোড়া সে বন
ঝড় দোলানো দস্যি হাওয়ায় হয়তো উনিশ-বিশ
দুই তরফেই এগিয়েছিল কখন ;

সবুজ তখন অবুঝ তুলির টান
মনের গোপন প্রকোষ্ঠতে নরম অভিমান
প্রতীক্ষাতে লাগছিলো রঙ অস্তরাগের পরত
মনে তখন অকালবোধন শরত....

জংলাছাপা শাড়ীর ভাঁজে আদিম বনের সুর
পাঞ্জাবী নীল আকাশও তো অনাবিল
তিরছি নজর তীর বেঁধানো দৃষ্টি ছিলো কাতিল
মেয়েবেলার এক উড়ন্ত গাঙচিল---
,
৩)
জীবনের সিম্ফনি /শ্রীলেখা মুখার্জ্জী
—————————————
মেয়েবেলার রোদ পড়ে পড়ন্তবেলায়
মণিকর্ণিকার ঘাটে জল আয়নায় ,
কবিতারা ছায়া ফেলে ঝিলমিলে কিশোরী আলো…

অতীত স্রোতে ভেসে আসে আমার ফাগুনমাস
চেনা চেনা শব্দের মন্দাক্রান্তা ছন্দ ;

শরীরের শুকনো বাকলে বিঁধে থাকা
চূর্ণ বিচূর্ণ প্রতিশ্রুতি গুলো খোঁটে কাঠঠোকরা মন

সূর্য ডোবার বেশি দেরী নেই আর
দিনের চিতা সাজাতে ব্যস্ত নৈঋত আকাশ ;

চিতা জ্বলে ওঠার আগে পর্যন্ত
আমি কবিতার পোশাকে প্রথম প্রতিশ্রুতির
শব্দ সাজাই , চুরি হয়ে যাওয়া রঙে…

জীবন , শেষ নিঃশাসের চৌকাঠে দাঁড়িয়েও
আশা বোনে——

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন