কবিতা -- সময়ের বিবর্তন
এখন সকাল, দিনের শুরু
অনেক আশা আকাঙ্ক্ষার জন্ম
এখন দুপুর, দিনের মধ্যভাগ
কর্মব্যস্ততা চারিদিকে
এখন গভীর রাত, নিঃস্তব্ধ
বর্তমান অবসান, আগামীর আগমন
একটি দিন চলে যায়
আরেকটি দিন আসে
চলে যাওয়া দিনের মাঝে
স্বপ্নের বীজ বোনা থাকে।
___
কবিতা -- সম্পর্ক অন্তহীন
মৌমিতা পাল
প্রতিটি সম্পর্কের শুরু আছে
কোন শেষ নেই, শেষ হতে নেই
স্মৃতি মাঝে বাঁচে সম্পর্কেরা
সময়ের স্রোতে কখনো হারায়
আবার ফিরে আসে অনুষঙ্গের টানে
মৃত আগ্নেয়গিরিও জেগে ওঠে
হঠাৎ করে সময়ের সাথে
থেমে থাকা সম্পর্ক ও একদিন
জেগে উঠে প্রান পায়
সম্পর্কের শুরু আছে শেষ নেই
শুরু আর শেষের মাঝে
কেবল অপেক্ষা বাসা বেঁধে থাকে।
____
কবিতা -- শব্দ
মৌমিতা পাল
প্রতিটি ভোর শুরু হয় শব্দের আহ্বানে
পাখির কূজনে মিঠে কলতানে
ক্রমশ শব্দের মিঠে রেশ ছেড়ে যায়
শব্দ ডেসিবেলের মাত্রা ছাড়ায়
সারাদিন ধরে কত শত শব্দেরা
এলোমেলো ঘুরে বেড়ায়
একমাত্র গভীর রাতে
শব্দেরা ক্ষনিক নিস্ক্রিয় হয়
আবার ভোর হতেই তাদের
তান্ডব শুরু হয়ে যায়
শব্দেরা সবসময় অস্থির হয়ে থাকে
শব্দেরা নির্জনতা কে বড়ো ভয় করে
শব্দেরা প্রাবল্যকে ভালো করে চেনে
শব্দেরা প্রাবল্য কে দামী মনে করে ।
|
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
মৌমিতা পাল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন