রিয়া আবার-১৮ # স্বপন
রায়
#
যেন হয়, মেয়েলি আসমা
ধরে জন্নত, যেন হয় মহিলা আকাশের যা কিছু
ফেরেশ্তা ছুঁয়ে রিয়া
রিয়া?
#
ইংলিশভাপায় যে ফিফথ
এভেন্যু রিয়াকে আসন্ন এপ্রিল দেয়
বালুচ র্যান্ডম দেয়
রিয়া তার পার্টটাইম
টোকা, বাড়ি ফেরে
হেলো হাই আদাব ফেলে
দিয়ে
রাস্তায়
যে রাস্তায় রিয়া
ইয়াসমিন চারা পুঁতেছিল
আর দেখেছিল একটা
কাঠবেড়ালি দৌড়চ্ছে
একটা প্রজাপতি উড়ছে
জন্নত
সেই ছোটবেলার শুধু,
জন্নত ছোটই এখনো
#
রিয়া হাসে
রিয়া ভাসে
সূঁচের ডগায় লেগে থাকা
কারুকাজের অবহেলা যেন, দুনিয়াবরণ যেন
...
রিয়া আবার-২০
#
শেষে পোচ নামে হায় হায়
#
ধোঁয়া ওঠে আঁধারমা
খয়েরে না-ডোবা ভাদুরতা
বয়ে যায়
পান বলে, জিও
পাতা গায়, ' আমি যাবো
না যাবো না যাবো না ঘরে...'
#
কোন ভয় নেই
চাঁদ লটকে আছে, তালগাছ
খচ্রামি করছে
রিয়া আবার সাজতে সাজতে
পানপাতা হবে কিনা এই সন্দেহে
হি হিম পড়ে যাচ্ছে
ম্যাচোহিম
#
এক পোঁচ দু'পোঁচ কুয়াশা
নামে
ডিমের গন্ধ নিয়ে
আমার আবাল গোঁফে তা দেয়
পালক না হতে পারা শীষ
কাঁচা পাকা
#
খুব সরু হয়ে নামে পোচ
দখিনামোহনে পৌঁছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন