রবিবার, ৩০ মে, ২০২১

কৌশিক সেন

                                                      



এই সংখ্যার কবি কৌশিক সেনজন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই। কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন।  কেন্দ্রীয় সরকারী কর্মচারী। সতেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা।  দিল্লী, কলকাতা ও বহির্বঙ্গে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত।  প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো।


সফেদ ফুলের লেফাফা

 

 

-১-

 

সকালের ডাকে এসেছে

সফেদ ফুলের লেফাফা এক।

পাপড়ি খোলবার আগেই বৃষ্টি নামলো যখন,

ছাতাটা ফুটাইনি আর;

রাজ কাপুর সাজবো আজ, নার্গিস বাহারে...

 

-২-

 

আমি দরজা খুলে দেখেছি

মাথায় ফুলের মুকুট পরা মেয়েটি

এগিয়ে গেছে রোদ পার হয়ে...

তাকে পিছু ডাকিনি আর

যদি পথ ভুলে যায় ও!

 

-৩-

 

কালো ছাতার ভাঁজে ভাঁজে মুড়িয়ে রেখেছি

রঙিন ছাতাটি,

সাদা চশমার ভেতর রোদ চশমা;

গ্রীষ্মে, বর্ষায় কাজে আসবে

এইসব ছায়াময় ষড়যন্ত্র...

 


 

-৪-

 

রাত জড়ো করে রাখা ছিল বালিশের নীচে

ঘুম থেকে উঠে দেখি

বালিশ ডানা মেলেছে পূর্বদিগন্তে;

আমি চাঁপার গন্ধে

সকালের স্কেচ আঁকি...

 

-৫-

 

ডিটিপি তে বেঁধে রেখেছি দুষ্টু প্রজাপতি

ফুলে ফুলে আগুনের ফটোশপ;

টোনারে সিয়ান কমে গেলে

আকাশকে বোলো,

রামধনু লাগবেনা আর!

 

-৬-

 

ঝিঙে মাচায় ফিরে যেতে ইচ্ছে করে বড়

হলুদ মালঞ্চে দোলন লেগেছে কি লাগেনি,

ভেতর থেকে উঁকি মারে লাউডগা...

শহরে কুয়াশা নামলে

চেরাজিভ লুকানো থাকে শীতঘুমে।

 

-৭-

 

স্যানিটারি প্যাডের মঙ্গলছাপ আজ আকাশের লালিমায়।

এসো, প্রণাম করি এই গোধূলির নারীবেলা...

তুলসীমঞ্চে দীপ জ্বেলে দিই,

উত্তরনারীদের আসবার পথ

আলোকিত হোক আজ!

 

-৮-

 

প্রেমিকার ফিরিয়ে দেওয়া চিঠির থেকেও

বিষণ্ণ ছিল সে বিকেল

তবুও ঝরে যাওয়া বিবর্ণ তেঁতুলপাতায়

কান পেতেছি,

স্পষ্ট শুনেছি, বসন্তের কান্না!

-৯-

 

পৃথিবীর দূরতম নক্ষত্রকে ভালবেসেছিলাম, একদিন

তাই বোধহয় এত সুগন্ধ এ নাভিতে,

এত আশ্লেষ শরীরে নিয়ে ছুটে চলেছি

অনন্ত খাণ্ডব অরণ্যে!

এত দহন কেন দিলে আমায়, মাগো!

 

-১০-

 

নীল দীঘির ওপর সূর্য উঠবে একদিন।

জলের গর্ভে এইমাত্র বপন করলাম

শ্বেতপদ্মের বীজ,

অতলে ভাসিয়ে দিলাম নির্বিষ জলঢোড়া

আমিও মরাল হলাম আজ থেকে...

৬টি মন্তব্য: