শিরিষের স্মৃতি
বরফে পা গেঁথে গেলে লতাটি টান দেয়
চেয়ারের পায়া কেঁপে উঠে ভাবে-
এখনও অনেকগুলো দিন এই সাদা প্রান্তরে
শিরিষের স্মৃতি নিয়ে কেটে যাবে
কে কাকে বহন করছে, এই দ্বিধার সামনে
নতজানু হয়েছে শীতরাত
নিজেকে বিছিয়ে দিয়েছে আজানু সম্ভবে
আজ যদি এইখানে সমস্ত বরফ গলে যায়
চেয়ারের দুঃখ থেকে অন্তত কিছু ভার কমে যেত
লতার কোমলে সবুজের সমারোহ দেখে
হেসে উঠত না কি তারা?
অসম্ভব দৃশ্য থেকে সরে এসে
এইবার তবে কিছু বসা যাক।
#
বসে থাকার কালে সারবত্তা বলে কিছু নেই
দুদিকে অলস চোখ বুলিয়ে শুধু দেখে নেওয়া
শুধু সময়ের বিস্তৃত নিভৃত সংলাপ
লতাটিও প্রায় বসে আছে
সিরাজের কথা মনে পড়ে তার
খানিক হুঁকোর ধোঁয়া এলো কোথা থেকে
কুণ্ডুলি পাকিয়ে তারা এই বুঝি মেঘ হবে, ভাণ করে
বরফের স্তরে স্তরে লুকনো আগুন থেকে
আজও ধোঁয়া ওঠে
ধোঁয়ার চরিত্র নিয়ে সন্দেহ ক’র না!
ছবি - আশীষ পাইন
ভালো লাগলো
উত্তরমুছুনজয় হোক
মুছুনখুব সুন্দর লেখা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন