শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

শ্রাবনী সোম যশ



অভিসারিকা


আকাশ  যেখানে  মাটি চুমেছে , 
 
ঠিক  সেখানেই আঁচল  বিছিয়েছি 
একপশলা  সুখ  কুড়াবার  আশায় 
রামধনু  বিকেল সম্ভাবনায়  উজ্জ্বল এলোচুলে লাজুক  চোখের পাতায়
 
অকপট  প্রতীক্ষা 
রিনরিনে ধারায় সিক্ত অভিলাষ 
কত কি বলে যায় খসে পড়া পালক ছিটেফোঁটা নয়, অঝোর বার্তায় উন্মুখ  একটা দুটো মেঘ উঁকি দিয়ে  শুধায়,  কি গো  মেয়েকার লাগি অভিসারিকা? 
কানে কানে কয়,   শুধু ভিজিয়ে নয়, সাথে ভাসিয়েও নিও    বিকেল গড়ায় আঁধার নামে , 
প্রহর শেষে পদচিহ্ন খুঁজি আঁচল জুড়ে  
যার লাগি আজ বিছাই আঁখি,  তাকিয়ে দেখি, 
একি! আমিই যে তার খেয়ার কাছি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন