শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

রঞ্জন মৈত্র




ডায়রি--- 
রঞ্জন মৈত্র
আকাশ ডাকে আর
একটা করে ছাদ এসে বসে, রোজ।
সেই কথা ফেসবুকের জানলায়
তুমি বলছ
তুমি এসরাজ
একটা আকাশ তৈরি হল

তারিখ একটা অভ্যেস
আমরা দেখিনি
জানলা একটা ওষুধ
আমরা দেখিনি
এলে লাইভ
দুই তুমির মধ্যে আকাশ
বাড়ি উঠছে আর তার মাথা ডাকছে
আর ছাদ চলে যাচ্ছে
              কবিতার দিকে, রোজ

                       ********

পোর্টার----- 
পাহাড় পেরিয়ে বেরিয়ে এল আমাদের জুতো
ঝর্ণা নিয়ে আসতে বলেছিল কেউ
 আর কেউ বরফের বাউল গনেশ
 উপত্যকা ভরা পিভিসি সোল
 তাঁবু ফেলার মাঠ ছেয়ে এডিডাস
হাঁটু কাঁদছে কোমর কাঁদছে
 আর নীলদিগন্তে সিটি মারছে গাইড
 উনুন মেলেছে পোর্টার
টোস্টের গন্ধে মেঘ বেরিয়ে এল
 কফির গন্ধে কাব্রুডোম
বেড়াবার গল্প নেই এতটুকু
 পেরিয়ে আসা নাটমন্দির সারাই হচ্ছে কোথাও
রঙ পড়ছে, ফ্রেসকো।
দূর মাপতে খালি হয়ে গেল রুকস্যাক
 কেউ একটা লেখা নিয়ে আসতে বলেছিলো
কেউ একটা পা।
                      *********

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন