শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

সম্পাদকীয়


প্রতিদিন সকালে উঠেই ভাবি নতুন ভাবে শুরু করব । আসলে নতুন কি তা ভুলেই গেছি বহুদিন আগে ৷ নতুন মানে পুরানোকে  পরিত্যাগ । আর এই পরিত্যাগ শব্দটির মধ্যে তীব্র আপত্তি লুকিয়ে থাকে ৷ যা কিনা ব্যবহার্য , প্রতিদিন যার প্রতি স্পর্শে স্বীকয়তা টের পাই তাকে বর্জন করতে হৃদয়ের কোন স্তরে যে ব্যথা অনুভব করি তা বোঝাতে পারব না  । পুরাতনের প্রতি তীব্র আকর্ষণ বরাবরই  ছিল বা আছে ৷ " যদি পুরাতন প্রেম ধরা দেয় নবপ্রেম জালে ..." হ্যাঁ সত্যিই নবপ্রেম আসে পুরাতনের হাত ধরে ৷ ভেসে যায় সুরেলা সংলাপ ...


আমরা সকলে নতুনের আবাহন করে থাকি কিন্তু পুরাতন , জরা জীর্ণ নিয়ে একদম ভাবি না ৷ বাড়ির পুরানো আসবারকে যেমন ফেলে রাখি  অযত্নে , ধুলো বালি মাথা পথে ৷ পুরানো মানেই অবহেলা, অপেক্ষা । তাই নতুনের প্রতি অনীহা ৷আর এই নতুন পুরাতনের দ্বন্দ্বে আসে ভাঙন ৷ভেঙে যায় সময়ের বাঁধ । দুকূল প্লাবিত হয় ৷ ফিরে ফিরে আসে স্মৃতির মলিনতা ৷ যা আমার তা আমার নয় যা আমার হবার ছিল তা হবে না কোনদিনই ৷এই সময়ের স্রোতে পালতোলা নৌকায় হারিয়ে যায় বিচ্ছেদ্য ব্যবহার ৷


কিন্তু হারিয়ে যাবে না " সৃজন " কোনদিনই ৷ নতুন পুরাতনের অবিচ্ছেদ্য মিলবন্ধন " সৃজন " ৷ যুক্ত হন আপনিও I লেখা পাঠান আপনিও I 

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদিকা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন