শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

তনিমা হাজরা

খুব সহজেই


খুব সহজেই মুছে ফেলা যায়
শ্লেটে কষা  যত শব্দ ঋণ 
ভালবাসা সত্যিকারের হলে
সত্যি সত্যি মুছবে না তা সত্যি কোনোদিন। 

খুব সহজেই মুখের মেক আপ তুলে
অন্য সাজে অন্য মানুষ সাজো,
অথচ, বুকের ভেতর গোপন রক্তক্ষত
যা সারিয়ে তোলার দাওয়াই পাওনি আজো।

খুব সহজেই আমায় টেক্কা দিয়ে
যুক্তি কথায় যাচ্ছ জিতে বাজী,
বেশ তো আমায় ভুলতে পারো যদি,
আমিও তবে ভ্যানিশ হতে রাজি।

খুব সহজেই সহজ ছিল আকাশ 
ডানায় মেখে অজানা রোদ্দুর, 
আবার সে তো গুমোট হতেই পারে
কালো মেঘের বিষাদে ভরপুর।

খুব সহজেই পাগলামি সব ছেড়ে 
হতে পারি চরম  বাস্তবিক,
আমায় পাগলামিতে তবুও সওয়া যায়,
পারবে তো ঠিক সইতে আমায় তুমি,
যখন আমি ভীষণ স্বাভাবিক???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন