দখল হচ্ছে বুকের পাড়
নিমেষেই দখল হয়ে যাচ্ছে বুকের পাড়
জানিনা কিভাবে সামলানো যাবে সেই গভীর ধ্বস
অজানা আবিষ্কারের নেশায় গড়িয়ে যাচ্ছে দিন
সীমান্ত খুলে যাচ্ছে দারুণ এক প্রত্যাশায়
কাঁটাতারগুলো রক্তাক্ত করছে আঙুল, চোখ আর ভালোবাসা
নিতান্তই সেই সব আগুন- আলাপ জমা আছে কোটরে
এভাবেই তিলে তিলে গড়ে ওঠে ব্যথার ইতিহাস
প্রকোষ্ঠে স্তরীভূত হয় আনমনা ভাব আর আড়ি
তোমাকে ওভাবে দেখিনি, বিশ্বাস করো,
নও তো নিছকই অনুপ্রবেশকারী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন