সহজিয়া বিষ
গোপনে জেনেছি শোক, তবু গোপন রেখো না
হয়তো উদ্বেল। তবু বিষাদ মেখো না
খুলে দাও দক্ষিণের স্তব
এসব ঠোঁটে, পাখিরাও চিনে নেবে অন্ধকার
ছুঁয়ে দেখো, এখনো প্রকাশ্য উঠোনে
কিলবিল। জারজ সন্তান
আক্ষেপ করো না। এ দোষ আমার নয়
এসব বাসিঘুমে হয়তো সকাল আসে না
এসব উপোসী হুলে হয়তো নদী জাগে না
যা কিছু আমার নয়,
তা জেনো কোনো অচেনা তরণি
মুছে দিও সবটুকু, গোপন অরণি
বশীভূত মহড়ায় মৃত হতে হতে। তোমার
টুংটাং শরীরে গেঁজে উঠুক সহজিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন