' বর্ষার কবিতা '
ভালোবেসে
মানুষ প্রিয়জনের চোখের ভূগোলে
সারাদিন নিজেকে খুঁজে বেড়ায়
বসন্তের পাদদেশে মসৃণ চুম্বনের উষ্ণতা
সংসার দৃশ্য, কাঠগোলাপ ইত্যাদি
দেখতে চেয়ে দক্ষিণের জানলায়
চোখ রাখে
গ্রীষ্মের বোতামখোলা অপেক্ষার পর
এক প্রেমিক হাওয়া এসে
কাতুকুতু মেঘ জড় করে বর্ষার ,
পৃথিবীর সমস্ত বন্ধ্যাত্ব ঘুচিয়ে
ফাঁকফোকরে জল ভরে আসলে
বলো
ভালোবেসে, না ভালোবেসে এবার তুমি
পালাবে কোথায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন