জাগরণ
যদি ফের জেগে ওঠে মৃত
তবে আবার কি দংশিত হব?
জারজ সন্তানের মা ডাক
আবর্তিত শিরায় কম্পিত দর্পণ।
রাত বেড়ে গলিতে বসে আছে ভিখারী
সারাদিনের খুচরো, মদ্যপান
পুরনো তারুণ্যের স্বল্প বনলতা
কিংবা জেল থেকে ছাড়া পাওয়া বাসি রুটি।
রোদে ভিজে জলে পুড়ে ছাতারা হয়েছে জ্ঞানী
কাছে পেলে আকর্ষণ ফুরোয়,
নিভবে না আগুন এমন পুরুষ
অপেক্ষার সম্ভ্রান্ত ইতিহাসে বন্য আদিম।
আগুন পেতে একটা জীবন বিসর্জিত
নির্বাণ লাভ ডুমুরের ফুল
আজও পতিতার প্রেম রাষ্ট্রবিরোধী ,শরীরী স্বাদ কবরে শিশুর অস্থি ধর্ষকের কথা মনে রাখে না জানি।
জারজ সন্তানের মা ডাক
আবর্তিত শিরায় কম্পিত দর্পণ।
রাত বেড়ে গলিতে বসে আছে ভিখারী
সারাদিনের খুচরো, মদ্যপান
পুরনো তারুণ্যের স্বল্প বনলতা
কিংবা জেল থেকে ছাড়া পাওয়া বাসি রুটি।
রোদে ভিজে জলে পুড়ে ছাতারা হয়েছে জ্ঞানী
কাছে পেলে আকর্ষণ ফুরোয়,
নিভবে না আগুন এমন পুরুষ
অপেক্ষার সম্ভ্রান্ত ইতিহাসে বন্য আদিম।
আগুন পেতে একটা জীবন বিসর্জিত
নির্বাণ লাভ ডুমুরের ফুল
আজও পতিতার প্রেম রাষ্ট্রবিরোধী ,শরীরী স্বাদ কবরে শিশুর অস্থি ধর্ষকের কথা মনে রাখে না জানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন