ব্যবচ্ছেদ
জীবনানন্দের মাথা স্ক্যান করে দেখেছি ঘুম
অনেক দূরে জড়সড় হয়ে বসে আছে, তারও আগে
চেতনাবাদী কাঁদে কঁকিয়ে কঁকিয়ে
যেন ওইখানে রেখেছে সব ব্যথার জোগাড়...
আমি তুমি
ঢুলুঢুলু আড়চোখে জল ফেলি
বাঁধন জড়িয়ে রাখি তালশাঁস
এমন স্বচ্ছ সে রস!
পালিত ঈর্ষার গায়ে যেভাবে মসৃণ ভালবাসা থাকে
শরীরের রিভিউ থেকে তাই তুমিও নিও
বাঁশপাতা পড়া নিষিদ্ধ জল, দেখো ওখানে
বিস্কুট রঙের সম্পর্ক ঘুমিয়ে আছে, মিসিং কল
প্রকাশ্যে লিখেছ টসটসে এই আঙুরকুচি
তারচে' ভিটামিন আড্ডায় নেমপ্লেট সাজিয়ে বলো
আমাদের কোনো শাখা নেই! নেই কোনো গামলা
হৃৎপিণ্ডের অনুপাতে পাত্র বড়ই সংকীর্ণ
এটা বুঝেও সম্ভবত বিজ্ঞাপন দেয় উপাখ্যান
মাংসপেশি ও হাড়ের জন্মদিনে ভেবেছি কিছু
প্রবণতার ব্যবচ্ছেদ উপহার দেব, নেবে তো?
নিও
গন্ধ নিও
রক্তচাপ বাড়লে
বস্তুবাদ জানলে
এক অসমাপ্ত রশ্মি ধরে হাঁটতে হাঁটতে চলো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন