শনিবার, ১৫ জুলাই, ২০১৭

অয়ন মণ্ডল



চিকিং ফাঁক


শেষ ট্রেনের হুইশেলটা মিলিয়ে গেল
                       ঝোপটার পেটে
বড়ো বড়ো মাথাগুলো থেকে টাকার 
                           লেনদেন হচ্ছে নীল
                                         আলোয় 
ধরতে পারলে চিকিং ফাঁক থেকে উঠে আসবে 
                         গুহামানব
অশনি সংকেতের রঙ কী লাল, প্রশ্ন ঘুরে
এলো এক নম্বরের বিজ্ঞান খাতায় 
ঢাঁশা শরীর থেকে পেয়ারা চিবিয়ে থু করলে
মেয়েটির স্তন কেঁপে ওঠে ভয়ে
কুমারীর পানপাতা যোনি থেকে চুন খসলে 
গেল গেল রব চারিদিকে
কই ধর্ষিত পাগলীর দিদিমণির ব্রা শুঁকে 
কেউ তো ধর্ষক খুঁজে পেল না

#############################
ধোঁয়াশা
অয়ন মণ্ডল 

আমি সবে ভাবতে শুরু করেছি
একটা বদল আনবো প্রেমের---

১ম পায়েল 
২য় পায়েল 
৩য় পায়েল 

হৃদয় সার্জারি করে এই নামটা বসিয়ে নেব চিরতরে

তারপর
  যাই আবিষ্কার হোক 
  যতোই প্রেম আসুক
ক্যালকুলেটর কিম্বা মাউস ক্লিক করলেই 
                   ইকুয়ল-টু পায়েল 
সবাই ভাবতে বসবে
পৃথিবী ঘুরতে থাকবে
হার্টবিট সেই ৭২

তবে কী আবহাওয়ার পরিবর্তন নাকি সেলফির বিবর্তন

সবার জন্য বরাদ্দ
তবে একটাই 

আমারও তাই...

পুরোটা ধোঁয়াশায় থেকে অবিকল একটা পায়েলকে
                           ভালোবেসে ফেলেছি--

#############################
বহুদিন 
অয়ন মণ্ডল 

নগ্ন গাছের সঙ্গে পাখিদের সঙ্গম
                            বহুদিনের
খড়কুটো 
      বাচ্চাকাচ্চা
           পাতাঝরা
                জীবন
ফিরে আসে বারবার

সবকিছু মধ্যে একটা মায়া শীতের অলিভ
      অয়েলের মতো বুলিয়ে দিচ্ছে

গাছের শ্বাস-প্রশ্বাস থেকে পাখির কুজন ভোরের
                            সুখ এনে দেয় 
তা
   
     
         
সূর্যের মিষ্টি হাসি থেকে দাপুটে তেজ সকলকে
            দৌড় করায় জীবনমুখী স্বপ্নে 

আমিও তাদের- একজন

প্রতিদিন বেহিসেবির খাতা থেকে অফুরন 
ভালোবাসা তুলে নিয়ে বিলোতে থাকি

ভবিষ্যতের নগ্নতার কথা না ভেবে অতীতের
নগ্নতা নিয়ে একটু ছেলেখেলা করি
              তোমার সাথে 

খেলনাবাটি বরবউ খেলার দিন শেষ 

                                চলো

দুজনে উড়তে থাকি পালক ছড়াতে ছড়াতে। 
##############:##############
টাইম আউট
অয়ন মণ্ডল 

প্রশ্ন ধরিয়ে দেবার পালা
আপনি উত্তর খুঁজতে থাকুন...

ততক্ষণে একটা বিজ্ঞাপন বিরতি

শুধু সুখ নয়,পাশে এক বোতল
আয়োডিন গোলা জল রেখেদিন 

প্রয়োজন হলে,
       এক ঢোক 
          দু ঢোক...

তারপর দেখবেন টাইম আউট
কেউ একজন সেঞ্চুরী মেরে
               বেরিয়ে গেছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন