শনিবার, ১৫ জুলাই, ২০১৭

এ কে এম আব্দুল্লাহ


আদি ফুলের দলিত পাপাড়ি


হাঁটার শব্দেরা হারিয়ে গেলে পথের দীর্ঘায়তায়। প্রতিটি মোড়ে জন্ম নেয় নতুন বৃক্ষ। আর তার গ্রীবা থেকে ঝুলে পায়ের হাড্ডি। সময়ের পরিক্রমায় ভেঙ্গে যায় সভ্যতার পাড়। সেখানে  জেগে উঠে রসায়নিক নতুন চর আমরা সেখানে টেষ্ট করি বিশ্বাসের। 

মাঝে মধ্যে বোতলের ভেতর থেকে বেরিয়ে আসে স্ব্যাস্থবান ব্যতিক্রম। সমুদ্রনিনাদ ছিন্ন করে কানের পাশে করে ডাকাডাকি। আর পথে-প্রান্তরে পড়ে থাকে আঙুলের আদি ছাপ
পা-গুলো থেমে যায় পিচসেলাই পথের বাঁকে


ভোরের দরজা খোলে দেখি দাবার ঘোড়ার মতো  ; বসে আছে বিকলাঙ্গ অন্ধকার 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন