শনিবার, ১৫ জুলাই, ২০১৭

অনুপম দাশশর্মা


সজ্জাহীন..
.

.

বৃষ্টির আর তেমন দক্ষতা নেই
তাও এক পশলা ঝরে যাবার পর
ভিজে যাওয়া দুঃখগুলো দেখি
বহুদিন কেউ ভেজাতে পারেনি
উত্তপ্ত বিষাদগুলোকে
উড়ন্ত বকের ডানায় ভাসিয়ে দেবে
তেমন বিশ্বাস কই?
অথচ সামান্য জলেই কৃতজ্ঞ
হয়ে চোখ মেলে মরা ডালে
অঙ্কুরিত পাতা
.
ঠিক যেমন আচমকা দেখা হয়ে যায়
ব্যস্ততম পথে চেনা মুখের
সজ্জাহীন উদারতা
----------------------------------------------------------------------------------------------------

শ্রদ্ধেয় ....
.
বাগানে চাদর বিছিয়ে আহ্বান করি
ঘাস থেকে উঠে চলে জল
হাওয়া পিঠে টোকা দিয়ে যায়
ভরসার একটি হাতও কাছে আসে না
অথচ অপেক্ষায় থাকে দিনরাত
পরম বন্ধুর মত গাছ
জল চায় পিপাসার জিভ
গাছ চায় চেতনার ছোঁয়া
মানুষ চায় স্বার্থের বড় নৌকা
কোথায় দাঁড়াব শ্রদ্ধার চোখে চোখ পেতে
#
জীবনকে ধরে কত জ্ঞানবৃক্ষ
হয়ে গেছে পুঁথিতে জলপ্রপাত
এখন আর পাইনা বাড়ান হাত
#
তবু বসে থাকি চাদর পেতে সামনে
পথ চলতি কোন শ্রদ্ধেয়র হাত নাড়া
দেখব বলে....

সবুদ...
.
সময়ের অনেক ফাঁক থাকে, তাও-
তুমি আসোনি
প্রতিপদ চাঁদ খেয়ে নেয়
ধৈর্যের চোখ
চেয়ে চেয়ে দেখি কখন ফিরে গেছে
বয়স্ক রোদ্দুর
তুমি আলস্যের শিখা জ্বালিয়ে
সেঁকে নিচ্ছো অক্ষমতার
আপাদমস্তক
#
আরো রাত নিঝুম হলে
ফুটপাথে এসে দাঁড়াই
নাক উঁচু করে শুঁকতে থাকি বাতাস
পেয়ে যেতেও পারি অন্যখামে কারোর
বিশ্বাস সবুদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন