শনিবার, ১৫ জুলাই, ২০১৭

বর্ণনা রায়


ওগো তুমি
--------------
              

ভোরের স্বপ্নেরা তোমায় ছুঁয়ে দিলো
যা কিছু দেখিনি সময় থাকতে
কাটাছেঁড়া ট্রেইলর দেখে নিলাম
তাই জীবন্ত হলো বেঁচে থাকার
আরও যা যা কিছু ছিলো ..
:
তোমার একটা ঘর প্রাণবন্ত
কলকাকলি খিটমিট আর
শব্দ সংসারে অকারণআমিনেই
ঘড়ির কাঁটার উল্টো সময়ে গেলে
পথের একটা আবছা হদিশ
আমরা আদিম পয়মন্ত..
:
তোমার ঘরের দরজা সব জানে
আমার জন্য জমা রাখা সুখ
অকারণ ফিরে এসে কাজ ফেলে রাখে
তাই আবার দরজা বন্ধ হবে জেনেই
অপেক্ষারত বিশ্বাস-প্রহরী দিন গোনে.. 
:
বৃষ্টি যায় আর আসে
শুধু অজান্তে দুটো
ভিন্ন দ্বীপের এভাবেই

বুক ভাসে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন