শনিবার, ১৫ জুলাই, ২০১৭

জ্যোৎস্না রহমান

প্রতিবাদ
--------------
             

প্রতিদিন একটি করে অবক্ষয়
কলমের ঠোঁটে রেখে বলি...  
"উচ্চারিত হোক প্রতিবাদী শব্দ"!
কালির গর্ভে তখন আপোষের ভ্রুণ
না পারার যন্ত্রণায়  বড় হয় 

উৎসবের বিভেদে জ্বালানো খুশির রোশনাই 
উপড়ে ফেলা ধর্মের শিকড়ে লেখে 
নাস্তিক হওয়ার  আর্জি 
সামাজিক বেড়িতে আটকে থাকা বিবর্ণ আনন্দ..
তখন  উদযাপনের ভেলায় চড়ে 
ভেসে যায় নিয়মের স্রোতে

'সুখ অসুখ একই পথ চিনলে
শব্দরা দাঁড়ায় শেষ ঠিকানায়
তোমরা তাকে বলো..' আমিত্ব
যার বীজ থেকে বার হওয়া চারা
ডালপালা ছড়িয়ে শোষণ করে
সামাজিক কার্বনডাইঅক্সাইড

তীর থেকে ছুটে আসা  চিৎকারে 
ডুবন্ত মানুষ সাঁতার শিখলে 
দুরন্ত ঢেউয়ে  লিখে দিতাম
আমার নিজস্ব প্রতিবাদের ভাষা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন