শনিবার, ১৫ জুলাই, ২০১৭

কৌশিক চক্রবর্ত্তী


ফুটপাত


ফুটপাত বলে কোন রাস্তা হয় না
আমরা যেখানে শুধু বেঁচে থাকার অভিমান করি
সেটাই ফুটপাত -
.
বিবাদের কোন দয়াদাক্ষিণ্য হয় না
আর যেস্থানে তার আলসেমি পড়ে থাকে দিনের পর দিন
সেটাই ফুটপাত -
.
ক্ষয়রোগ কাকে বলে?
আমি না জেনেও বুঝেছি তার চরিত্র
যেখানে ছড়িয়ে থাকা বাঁকা আলপিনগুলো খিদের জন্য তাকাতো
নির্বিষ ভাবলেশহীন শিক্ষাটুকু জমে যেত আলজিভ আর পাকস্থলীর গভীর ক্ষতস্থলে
সেটাই ফুটপাত -
.
মহানগরীর বৃষ্টিবিকেলে ঠিক ফুল ফোটে সবার অমতে
তবু তো পোড়া পাঁচিলটার গায়ে আয়না খোঁজে না
যেটুকু লড়াই তার ধুয়ে গেছে অধস্তন সেজে
এখনো জমে আছে ভিতের খেয়ালে
সেটাই তো ফুটপাত -
.
সারারাত জ্বলন্ত পালকের আঁচড় হয়ে
আজও আঁকা হয় যেটুকু নিয়মের ফাঁক
কোন কোন দুধে শরীর ছেদ করলে যেখানে জন্ম নেন ঈশ্বর
সেটাই একমাত্র ফুটপাত -
.
একটা বাটি পরিপূর্ণ হলে
ধীরে ধীরে অক্ষয় হয় সমস্ত রাস্তার জট
সবার অলক্ষ্যেই দেবত্ব পিষে যায় যেটুকু পাথরের খাঁজে
সেটাই ফুটপাত -
.
ফুটপাতেও পূজো হয়
নেইআঁকড়ার দলও ভক্তি করে গলায় বাঁধে রুপোর মাদুলি
ক্রমেই জীবিত হন ঈশ্বর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন