শনিবার, ১৫ জুলাই, ২০১৭

শুভাশিস সিংহ


মীরা-১২


কথার তফাতে যত কান
চোখের বুকে তাদের জবান
সব নিয়ে মেঘ লিখতে গেলে
স্কুল ছুটির ঘন্টা পড়ে
সন্ধ্যালাপ ঝিঁঝিঁর গান
কলম্বাসই জানত
কম্পাসের আছে প্রাণ
সেদিন বিকেল ট্রেন থামল
নিরুদ্দেশ দুটি চোখ
ঘুড়ির মাঠ গোল্লাছুট
দোষের ভুলে সতেজ ক্ষত
বিন্দু না বিসর্গ বোঝে
নিঃসঙ্গতার পরিধি কত

মীরা-১৩
কথা যদি বিশুদ্ধ হত
গল্পের পরিস্কার পাতায়
স্নায়ুর পীড়া অনায়াসে কবিতা হত
কে দোষী মীরা
গল্প না কবিতা
দুপুরের থিতু ময়দানে
একটা-দুটো করে বাড়ে
অংশ-ভগ্নাংশের কবিত্ব
কৃষ্ণচূড়ার অবহেলায় প্রশ্রয় পেলে
পায়ের কাছে রোদ্দুর এসে বসে
কোনটা স্থায়ী মীরা
ময়দান না রোদ্দুর
কিছু পেয়েও না পাওয়া
কিছু না পাওয়ার চেয়ে বেশি
কাছাকাছি সম্বন্বয় আনা দূরত্ব
আদায় করেছে ভেজা ভেজা উত্তাপ
বিশেষ মিণতির সরণাপন্ন হয়নি
কোনটা ভুল মীরা
আদায় না সম্বন্বয়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন