শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

লুৎফুল হোসেন,



~ সম্পর্কের গ্রাফ ~

আমাদের মধ্যবর্তী দূরত্বে
জেগে ওঠা চরের মতোন
সম্পর্করা জেগে থাকে
অপসৃয়মান আলোর পিঠে
সূর্যালোকের সীমান্তে
নতজানু দিগন্তের কিনারে

প্রাণবান অম্লান ইচ্ছেরা
মুঠোবন্দী চাঁদের মতো
একটুখানি আকাশ জুড়ে
চুম্বন আলিঙ্গনের ভাঁজে
নখের তীক্ষ্ণতার ধার মেপে
উর্বীরূহ বিস্তারের প্রেম বোনে

আঙুলশীর্ষে নখপালিশের নীচে
রক্তের বিন্দুরা জোর খেলা করে
উৎসব অপেক্ষায় মিহিদানা হয়ে
ক্ষয়ে ক্ষয়ে শহরময় নানা গল্প নিয়ে
শিরীষ মেহগনি ডালে কোকিল সুর
শখের কথারা তবু অবিরাম ওড়ে

বোধের অন্ধ আননে তখনো
ঢেঁকিতে শব্দ ভানে শহরের
কতিপয় কবি গল্পকার আঁকিয়ে
শিল্পী ভাস্কর গাইয়ে এবং
 
সবিতা সুরাইয়া খানম নীরা
দেবযানী লাবণ্য মির্চা এলিয়ে'

শব্দের পরতে পরতে সব ইচ্ছেমগ্ন
প্রেম বিরহ বিচ্ছেদের ঋজু পঙক্তিরা
চশমার কাঁচে মুক্তোদানার আহলাদে
লুকিয়ে থাকে স্বপ্ন সনির্বন্ধ সাজে

রেখা ও বিন্দুর বিন্যাসে হেসে মিয়ানো
মধ্যবিত্ত সম্পর্ক নিজ ভালোবাসার পিঠে
হালকা ছুরিকাঘাতে আঘাতপ্রিয়তা শিখে
আর বিরহী গ্রাফশীটে ধীরে অল্প বিস্তর হাঁটে

~ জীবন যখন কত্থক ~

 ঘরভর্তি অচেনা আরশোলা
স্নানঘর বুকশেল্ফ কিচেন
এঁটো বাসনে মেঝেতে
পঁচনের ফাঙ্গাস ছুঁয়ে গেছে
টেবিলে চায়ের কাপে মেলে রাখা
রতিহীন বসবাস অভ্যাস উত্তাপ
প্রাইমটাইম সিরিয়াল অবিরাম
শব্দবাজ হয়ে উঠলে বাস ট্রাম
চেঁচিয়ে শহর থমকে দ্যায় অকস্মাৎ
নেভানো নিয়নের আড়ালে ছায়া
ফিশফিশ করে বলে ওঠে
দ্রুত ধরো হাত বেদনার
নতুবা জেনো তা হয়েছে বেহাত
সাথে নিয়ে যাবে সুখ এমন কি
জমানো স্মৃতির বাঁধাই ছবিটা

যেতে দেরি হলে পাখিরাও
আলসেতে বসে না বিকেলে
তবু দেখা হয়ে গেলে অকস্মাৎ
বৃষ্টির পরে ভেজা ময়দানে
শ্যাওলা ওঠা কংক্রিট বিছানো
পথে অনুক্ত খেয়ালে বৃষ্টিভেজা
আকাশের নীচে মুঠোয় মুঠোবন্দী
 
অতীত দৌড় দ্যায় বর্তমান
সাথে নিয়ে পায়ে পায়ে
 
পথে জমে থাকা বৃষ্টিজল ডিঙিয়ে
 
এক ছুটে সিথানের ভাঁজ লাগা
হাত ছুঁয়ে দরোজায় এঁটে যায় খিল
পথ পড়ে থাকে পথের সীমানা জুড়ে
মৃত জোনাকিরা বিড়বিড় করে -
খুচরো পয়সার গহনায় গড়েছো
অচল আলোয়ান নকশা

সব ফেলে এলে, সব, উৎসব হুল্লোড়
বাতিল ফোনের মেমোরি সেলের
পরতে পরতে জমা ছবি শখ সাধ
একাকি ছুঁয়ে দেখা নির্লজ্জ আহলাদ,
কুয়াশার মতো হেঁয়ালি যাপনে
আবিষ্কার করলে অপার সত্য;
দু:খের সাথেই শুধু জীবনের
থাকে যেনো সর্বাধিক অন্তমিল।
প্রচ্ছদ শিল্পী : সুদীপা কুন্ডু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন