থার্ড ফ্রম দ্য লেফট –
সেকেন্ড বেঞ্চ
-
তর্কের ভেতর নিশ্ছিদ্র নীল-ডাউন
সামন্ত রাজারা জেনে নিয়েছে
তোমার মহাজাগতিক হাঁটুদের কথা
অলিখিত একাত্তরটি ভাঁজ
রোজ কয়েকশো পাতা মুড়তে মুড়তে
সেখানে জমা হয় প্রিন্সেপ ঘাট-
কখনো প্রণাম, কখনো আয়াত।
এই যে ব্যথার নীলচে করিডর
এই যে সোজা হওয়ার অভ্যেসে
বিক্রি করে দিচ্ছ হোমকুণ্ড
আমায় ইশারায় বলছ, ‘পালাবি
না’-
এসবই প্রোথিত হবে চির-সমুজ্জ্বল আপ্যায়নে।
হয়তো ভুলে যাওয়ার
প্রচেষ্টায় আরও কিছুক্ষণ লিখবো
হয়তো আরও কিছুক্ষণ তোমায়
বলবো, ‘ঘুমিয়ে নাও’।
রাস্তায় শোক ফেলে রেখেছে
নক্ষত্রের অর্কেস্ট্রা
একলব্যের বুড়ো আঙুলটি
কুড়িয়ে এনেছে কিশোর কবি
অবসর পেলে সেই কুয়াশাখচিত
ধমনী ছুঁয়ে দেখো
সেখানে অকাতরে বয়ে যাচ্ছে
গৃহত্যাগী সিদ্ধার্থের মুখ
আর, আঁচলের খুঁটে চোখ মুছে
নিচ্ছেন অভিমানী ইতিহাস দিদিমণি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন