মায়ানমারের
প্রতি
ঘুম থেকে উঠে দেখি দেশটাই
নেই /
হাওয়ার মতো সব মানুষেরা উবে যাচ্ছে /
দেশহীন নাগরিকের শোক /
কেবল কাঁটাতার নরম করে /
#
হাওয়ার মতো সব মানুষেরা উবে যাচ্ছে /
দেশহীন নাগরিকের শোক /
কেবল কাঁটাতার নরম করে /
#
আমি তোমার দ্যাশে যায় নি
/
তবু মায়ের কোলে মুণ্ডহীন সন্তানের শব /
যেন রাষ্ট্র খায় রক্ত /
সঙ্গে বুদ্ধ দোসর /
তবু মায়ের কোলে মুণ্ডহীন সন্তানের শব /
যেন রাষ্ট্র খায় রক্ত /
সঙ্গে বুদ্ধ দোসর /
#
ভালবাসলে কি ক্ষতি হতো /
অন্ধত্বের ইতিহাস... /
বুদ্ধের গায়ে কালিমা লাগায় /
ভালবাসলে কি ক্ষতি হতো /
অন্ধত্বের ইতিহাস... /
বুদ্ধের গায়ে কালিমা লাগায় /
#
সূর্যটা একইরকম /
চাঁদটা একইরকম /
মানুষগুলোও একইরকম /
তবু ঘুম থেকে উঠে দেখি দেশটাই নেই /
বালিতে সব ঢেকে যায় /
#
ঘরের কোণে আঁধার থাকতেই পারে /
তবু মোহহীনতা গ্রাস করলে /
এখন তাদের রেয়ারেস্ট শকুন লাগে /
#
"বুদ্ধং শরণং গচ্ছামি /
সংঘমং স্মরণং গচ্ছামি /
শান্তিং শরণং গচ্ছামি "/
চাঁদটা একইরকম /
মানুষগুলোও একইরকম /
তবু ঘুম থেকে উঠে দেখি দেশটাই নেই /
বালিতে সব ঢেকে যায় /
#
ঘরের কোণে আঁধার থাকতেই পারে /
তবু মোহহীনতা গ্রাস করলে /
এখন তাদের রেয়ারেস্ট শকুন লাগে /
#
"বুদ্ধং শরণং গচ্ছামি /
সংঘমং স্মরণং গচ্ছামি /
শান্তিং শরণং গচ্ছামি "/
প্রচ্ছদ শিল্পী : সুদীপা কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন