শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রুমা অধিকারী

সারাদিন অকৃপন আকাশ থেকে একটানা গান
        বেজে গেছে 
গড়াতে গড়াতে শহর উলটে এসে পড়ছে হাতি
আর বৃষ্টি উলটে 
                 নামছে চকসা সন্ধে 

ছোট ছোট যে গুমটিঘর বাতাস ছুঁয়ে গেল
                 তাকেও তাসপেটা সময় কাটাতে হয়

আলুর পিলারের আঁচড় যাওয়া আসা করে
যখন শরীর ধুয়ে ধুয়ে 
              একটি ছায়ার জ্বরভোগান্তি হয়

শ্লেটভাঙা মনে উঠে এল
                    একটি সম্পর্কের বাহন
অজস্রতা নিয়ে কিছু কথার সাতকাহন

সেতু হেলিয়ে জল ঢুকছে,  ঢুকছে সাংকেতিক জাহাজ
দুখের মাইলফলক সরিয়ে বেরিয়ে আসতে হবে 
                                  রোদভিখারী বেশে
প্রলাপের মত পড়ে থাক কিছু প্রস্তাব...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন