শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

শাশ্বতী সান্যাল









আত্মজীবনীমূলক      



আমরা বিষণ্ণ হইনা
আমাদের রুমালগুলো বিষণ্ণ হয়।
অনিদ্রায় ভুগে তাদের সাদা রঙ
ক্রমশ পাঁশুটে হয়ে আসে।

আইসক্রিমওলার জন্য
তারা হয়তো অপেক্ষাতে ছিল।
কোনো এক দুপুরবেলা ছাদের রেলিংয়ে ঝুঁকে
ডেকেছিল পাশের বাড়িকে।

বৃষ্টি এসে সেই শব্দ ভিজিয়ে দিয়েছে...


আমাদের জ্বর হয়না,
শুধু রুমালের তাপ বাড়ে
এ শহরে। কল দিলে ডাক্তার আসেনা
প্যারাসিটামল নেই।মুঠোভর্তি স্মৃতির পারদ।

বিকেলের পথে সেই মুঠো খুলে তারা একদিন
খোলা ম্যানহোলে ঝাঁপ দেয়।

মানুষ তো নয়, তাই ফিরেও আসেনা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন